লেখক পরিচিতি
কবি পরিচয়ের বাইরে মুহিব খান পরিচিত আরও নানা পরিচয়ে। তিনি লেখক ও জনপ্রিয় সংগীতশিল্পী। কর্মজীবনে করেছেন সাংবাদিকতা, টিভি-উপস্থাপনা ও পত্রিকা সম্পাদনা। প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
কিশোরগঞ্জের সম্ভ্রান্ত বনেদি মুসলিম পরিবারে জন্ম নেওয়া এ কবির জন্ম ১৯৭৯ সালের ১৪ অক্টোবর। তিনি ‘তাকমিল ফিল হাদিস ওয়াল উলুমিল ইসলামিয়া’ ও ‘রাষ্ট্রবিজ্ঞান’এ স্নাতকোত্তর। কবিতা, গান, গল্প ও গদ্যসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪। ‘আল কুরআনের কাব্যানুবাদ’ তাঁর লেখক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও বিস্ময়কর রচনা।
কবিতা, গান, গল্প, গদ্য বা কলাম- যা ই লিখেছেন, তাঁর লেখার কেন্দ্রভূমিতে বরাবরই রয়েছে দেশপ্রেম-স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ঐকান্তিক বলিষ্ঠতা আর আল্লাহ-রাসূল ও ইসলামের দীপিত দীক্ষার প্রতি মর্মরিত সমর্পণ।
